সফলদের ভাইভা অভিজ্ঞতা- মনোয়ার আহাদ, ঢা.বি. ভাইভা অভিজ্ঞতা-৩৫ তম বিসিএস তারিখ-০৭.০৩.১৬ বোর্ড -কামাল উদ্দিন স্যার প্রথম পছন্দ -প্রশাসন বিষয়-রাষ্ট্রবিজ্ঞান অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করি। কামাল স্যার-বসতে বললেন।তারপর নাম জিজ্ঞেস করলেন।তারপর বললেন বঙবন্ধুর ৭ ই মার্চের ভাষণ পুরটা বল। Me-দুই মিনিট বলার পরে থামিয়ে দিয়েছে। কা স্যার-Tell me ur family and ur educational qualifications? You are too young Why we select u for BCS Administration?(আমি এখানে কিছু কাজের কথা বলেছিলাম তখন স্যার আবার জিজ্ঞেস করলেন) If we select u what types of work u done? Do u know the middle east crisis? Tell me the politics of USA & RUSSIA in Syria What is the solution of it?Is it possible? How can the govt of Bangladesh handle rohinga crisis? স্যার constitution er 8-10 টা ধারা বলে আমাকে বর্ণনা করতে বলেছিলেন। Ex 1- ১০ জানুয়ারী বঙবন্ধু দেশে আসা থেকে ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হওয়া পর্যন্ত মুল ঘটনা গুলো বল। Ex 2-ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং usa er যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে তুলনা কর। USA er President কিভাবে নির্বাচিত হয়? UK er সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা সম্পকে বল Ex 1-USA er President & UK er PM er power er তুলনা কর কা স্যার- ৩ জন বিখ্যাত রাজনীতিবীদ ও রাষ্ট্র বিজ্ঞানীর নাম বল। Ex 1- এই প্রশ্নের উত্তর yes or no বলবা বাংলাদেশে কি জঙীবাদ আছে? kamal Sir - আচ্ছা তুমি এখন আস তে পার তারপর সবাইকে সালাম দিয়ে বের হয়ে আসলাম। ফলাফল প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত মেধাক্রম-১২