৩৫ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা প্রার্থী > রুবেল , কুয়েট বোর্ড: সমর চন্দ্র পল স্যার। গণপূর্ত ক্যাডারে সুপারিশপ্রাপ্ত।(৩৫ তম) আমিঃ আসতে পারি স্যার? বোর্ডঃ আসো আসো। কিছুদুর এগিয়ে সালাম দিলাম। বোর্ডঃ বস বস। ধন্যবাদ দিয়ে বসলাম। সমর স্যারঃ নাম.................. বাবার নাম............। মায়ের নাম...............।(ফর্ম দেখে পড়ছেন) আমিঃ জী সার, জী সার...। সমর স্যারঃ কয় ভাই বোন? আমিঃ তিন বোন এক ভাই, আমি দ্বিতীয়। সমর স্যারঃ তার মানে তুমি একাই একশ। কাকে বেশি জালাও মা না বাবা? ইত্যাদি ইত্যাদি............(মানে warm up প্রশ্ন আরকি) সমর স্যারঃ কুয়েট থেকে পড়েছো? আমিঃ জী স্যার। সমর স্যারঃ সাবজেক্ট? আমিঃ পুরকৌশল। সমর স্যারঃ তোমাকে স্যার প্রশ্ন করবে।(এক্স-১ স্যার কে দেখিয়ে) এক্স-১ঃ এডমিন কেন প্রথম চয়েস? পুলিশ কেন দ্বিতীয়? নিকট আত্মীয় কেউ আছে প্রশাসন বা পুলিশে? প্রশাসন কি? প্রশাসকদের এক কথায় কি বলবেন? মাঠ প্রশাসনের hierarchy বলেন? জেলা প্রশাসকের কাজ কি? স্যার আপনি প্রশ্ন করেন(এক্স-২ ) এক্স-২ঃ আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং এ কি কি বিষয় পড়েছেন? RCC, structure......... এক্স-২ঃ Flat plate and beam column slab এর পার্থক্য কি? এক্স-২ঃ কোনটি ভালো? কেন ভালো? কারন বলেন? এক্স-২ঃ moment এর সূত্র বলেন? এক্স-২ঃ অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছে? আমিঃ আম্রকানন বাদে সব বলছি। এক্স-২ঃ কিছু একটা বলা বাকি আছে। আমিঃ স্যার আম্রকাননে। এক্সঃ বাংলাদেশে এত জায়গা থাকতে ওখানে কেন? আমিঃ চুয়াডাঙ্গার ঘটনা বলে ... ভারতের সীমানা থেকে কাছে ইত্ত্যাদি... ইত্ত্যাদি।। (থামিয়ে দিয়ে) এক্স-২ঃ এটা না অন্য কোন কারন থাকলে বলেন? আম্রকাননেই কেন? আমিঃ সৈয়দ নাজরুল সাহেবের আম্রকানন জড়িত উক্তি টা বললাম। উত্তরটা নিল কি না বুঝি নাই। এক্স-২ঃঠিক আছে চলবে...।কোন উপজেলাতে বাড়ি? আমিঃ বললাম এক্স-২ঃ পার্শ্ববর্তী উপজেলা গুলোর নাম বলেন দিক সহ? এক্স-২ঃ আপনার জেলায় কি বিখ্যাত? আমিঃ উত্তরা ইপিজেড, তিস্তা ব্যারেজ......... এক্স-২ঃ তিস্তা ব্যারেজ কেন তৈরি করা হয়? সমর স্যারঃ কত সালে তৈরি হয়? আমিঃ ১৯৯০ সালে সমর স্যারঃ তুমি সিউর? বারবার জিজ্ঞেস করেছেন। আমিঃ এক্কেবারে অটল। জী স্যার ১৯৯০ সাল এবং এইচ এম এরশাদ সাহেব উদ্ভোধন করেন। সমর স্যারঃ নীলসাগর কোথায়? নীলফামারীর ইতিহাস বইটি কার লেখা? কুন্দুপুকুড় মাজার কোথায়? কার মাজার? ওখানকার পুকুরের ইতিহাস বল? দারোয়ানি কেন বিখ্যাত ইতিহাস বল?......। ইত্ত্যাদি ইত্ত্যাদি.................. জেলা নিয়ে অনেক প্রশ্ন করছে তিন-চার টা পারিনাই। সমর স্যারঃ ১৯৭৫ এর একটি ঘটনা? সমর স্যারঃ ১৯৭২ সালের ৩০ জানুয়ারি ঢাকায় একজন বিশিষ্ট ব্যাক্তি হারিয়ে গেছেন। উনি কে? সমর স্যারঃ কেন হারিয়ে গেলেন। সমর স্যারঃ দুইজন শহীদ বুদ্ধীজীবীর নাম বল। আমিঃ মুনীর চৌধুরী...... মাথা পুরাই ফাঁকা। আর কারো নাম মনে পরতেছেনা। এক্স-২ঃ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কবে ঘটেছিলো? আমিঃ বললাম এক্স-২ঃ কতজন শহীদ হয়েছেন। আমিঃ স্যার প্রায় ৩০০ জন সমর স্যারঃ ৩০০ জনের মধ্যে দুইজনের নাম বলতে পাড়তেছোনা!!!!!!!!( সমর স্যার তো পুরাই অবাক) আমিঃ শহিদুল্লাহ কায়সার (আল্লাহ বাচাইছে)। সমর স্যার: এইতো পারছে.. আরও বলতে পারবা?? সমর স্যারঃ২০১০ সালে কতজনকে একসাথে ফাঁসি দেয়া হয়েছিল? কারন কি? সমর স্যারঃ মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে কিছু জানো? আমিঃ বললাম সমর স্যারঃ এখন পর্যন্ত কত জনের ফাঁসির রায় কার্যকর হইছে? নাম বলো... আমিঃ বললাম। সমর স্যারঃ ঢাকা একটি বড় শহর(translation ) সমর স্যারঃ হিমালায় একটি বড় পর্বত (translation)। সমর স্যারঃ Preparatory it এমন একটা sentence...বলে চলে যাও। অতঃপর বেরিয়ে এলাম... বোর্ড বেশ হেল্পফুল ছিলো...