৩৫তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা বোর্ডঃকামাল উদ্দিন আহমেদ প্রথম পছন্দঃ বিসিএস(প্রশাসন) সময়ঃ১২-১৩ মিনিট আসতে পারি বলে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে সালাম দিলাম।মাথা ঝাকিয়ে সালামের উত্তর দিয়ে স্যার জিজ্ঞেস করলেন Mr. Mohidul,how are you? উত্তর দেয়ার পর বসতে বললেন।কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে স্যার বললেন Mohidul introduce yourself and your family. তারপর আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড জিজ্ঞেস করলেন।আমি যখন বললাম আমার স্নাতক সম্পন্ন করেছি রাষ্ট্রবিজ্ঞান থেকে তখন এক্সটারনাল হিসেবে যে ম্যাডাম ছিলেন তিনি হেসে দিয়ে বললেন স্যার এইটাও রাষ্ট্রবিজ্ঞান (কারণ আমার আগে রাষ্ট্রবিজ্ঞানের তিনজন ভাইভা দিয়েছেন।আর আমি ছিলাম নবম)। তারপর এক্সটারনাল স্যার জিজ্ঞেস করলেন what is sovereignty? উত্তর দেয়ার পর তিনি পাকিস্তান সার্বভৌম দেশ কিনা জানতে চাইলেন।এবং এটা নিয়ে কিছুক্ষণ প্যাঁচালেন।তারপর কামাল স্যার বললেন বাদ দেন।আপনার জেলা তো টাঙ্গাইল। মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইলে একটা বিশেষ বাহিনী ছিল।সেটার নাম কি ছিল? * ঐ বাহিনীর প্রধান কে ছিলেন? *তার উপাধি কি ছিল? *কেন তাকে এ উপাধি দেয়া হয়েছিল? *তার কোনো প্রাতিষ্ঠানিক সামরিক প্রশিক্ষণ ছিল কিনা? *তিনি কিছু বই লিখেছেন তা পড়েছি কিনা? * বই গুলোর নাম কি? *তার সাথে ব্যক্তিগত পরিচয় আছে কিনা? এরপর বললেন আপনার কি কোনো পছন্দের ভাষণ আছে? ওখান থেকে দুই এক লাইন শোনান আমাদের।শুরু করলাম 'ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে... '।থামিয়ে দিয়ে বললেন মাঝ থেকে বলেন।পরে বললাম 'প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল..... '। এক্সটারনাল ম্যাডাম তখন আস্তে করে জিজ্ঞেস করলেন, দুর্গ কি? উত্তর দেয়ার পর স্যার জিজ্ঞেস করলেন রবীন্দ্র সংগীত শুনি কিনা।তারপর দুইটি দেশাত্মবোধক রবীন্দ্র সংগীত এর নাম বলতে বললেন। তারপর জিজ্ঞেস করলেন নাটক সিনেমা পছন্দ করি কিনা।হ্যা বলার পর বললেন সিরাজউদ্দৌলা সিনেমা দেখেছি কিনা? ঐ সিনেমাতে মূল চরিত্রে কে অভিনয় করেছেন? ঐ সিনেমার একটি সংলাপ বলুন।(ভাষণ দেয়ার জন্য সেই যে দাঁড়িয়েছি আর বসতে বলেন নি! কে দেবে আশা কে দেবে ভরসা এই ডায়লগ দেয়ার পর আমাকে নিরাশ না করে বসতে বললেন।) এরপর এক্সটারনাল স্যার জিজ্ঞেস করলেন আপণার প্রথম পছন্দ তো বিসিএস(প্রশাসন)। *একজন সহকারী কমিশনারের কাজ বলুন। *একজন ডিসি কি কি কাজ করেন? *একজন মুমূর্ষু ব্যক্তি মারা যাওয়ার পূর্বে যে স্টেটমেন্ট দেন তাকে ইংরেজিতে কি বলে? তারপর এক্সটারনাল ম্যাডাম বললেন আজ কি দিবস? (উল্লেখ্য, আমার ভাইভা ছিল ৮ মার্চ) *আমাদের সংবিধানে নারী বিষয়ে কোন কোন আর্টিকেল আছে?আমি শুধু অনুচ্ছেদ নং গুলো বললে ম্যাডাম আমাকে বিস্তারিত বলতে বললেন।(পারি নাই।একটা অনুচ্ছেদ কিছুটা বলার পর ভুলে গিয়েছিলাম) এরপর এক্সটারনাল স্যার প্রশ্ন করলেন। ষোড়শ সংশোধনীর পর সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? আমি উত্তর দিলাম। বললেন, Are you sure?(কনফিউজড করতে চেয়েছিলেন হয়ত) আমি বলেছিলাম, সিউর স্যার। এরপর কামাল উদ্দিন স্যার বললেন বাংলাদেশের সংবিধানকে কেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান বলা হয়? আপনিও কি তাই মনে করেন? শেষ প্রশ্ন ছিল জেলা সম্পর্কে।কামাল উদ্দিন স্যার বললেন,আপনার জেলার লোকগীতি সম্পর্কে কিছু বলুন। আমি উত্তর দেয়ার পর স্যার বললেন ওকে মিস্টার মহিদুল আপনি যেতে পারেন। সার্টিফিকেট গুলো বগলদাবা করে ফিরে এলাম! কিছু উপলব্ধিঃ ভাইভা বোর্ডে আত্মবিশ্বাস ধরে রাখা অনেক বড় ব্যাপার।আপনি প্রশ্নের উত্তর নাই জানতে পারেন।সবাই সব জানবে এমন তো না।বোর্ডের প্রশ্নকর্তা যারা থাকেন তারাও এ বিষয়টা জানেন।তাই উত্তর জানা থাকলে কনফিডেন্টলি উত্তর দিবেন।না জানা থাকলে কনফিডেন্টলি না করবেন।আপনি উত্তর জানেন, এই মুহূর্তে মনে পড়ছে না টাইপ ভাব না নেয়াই ভাল বলে আমার কাছে মনে হয়।যারা ভাইভা নেন তারা পরীক্ষার্থীর সাইকোলজিটা ভালই বোঝেন।ভাইভা বোর্ড আপনার মেধা যাচাইয়ের জন্য না।আপনি মেধাবী এটা তারা জানেন।আপনি মেধাবী বলেই রিটেন পাস করে ভাইভা দিচ্ছেন।ভাইভা বোর্ডে আপনার আত্মবিশ্বাস, উপস্থিত বুদ্ধি,বাচনভঙ্গি, সিচুয়েসন কন্ট্রোল করার এবিলিটি এসব দেখা হয়।তবে হ্যা কিছু বেসিক প্রশ্নের উত্তর দিতে না পারাটা আপনার অযোগ্যতা বলেই প্রমাণিত হবে।যেমনঃআপনার পঠিত বিষয়ের বেসিক প্রশ্ন,নিজ জেলা সম্পর্কিত তথ্য,মুক্তিযুদ্ ধ,ক্যাডার সম্পর্কিত তথ্য এসব নিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়াটা উচিত।এখনো কিছু সময় হাতে আছে।নিজেকে প্রস্তুত করুন।সকলের জন্য শুভ কামনা। ..